ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকাত টোকাই সাগরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকাত টোকাই সাগরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের সদর উপজেলার মহিষের চর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে শীর্ষস্থানীয় ডাকাত টোকাই সাগরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাগর ফকির ওরফে কালা সাগর ওরফে টোকাই সাগর ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলার আসামি ছিলেন।

তার মৃত্যুতে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছে। তিনি মাদারীপুর শহরের দরগাখোলা এলাকার কালাম ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের ত্রাসের রাজত্ব কায়েম করেন টোকাই সাগর। শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের হোতা ছিলেন তিনি। তার অত্যাচারে অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি দেশীয় শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাগর। তারপর থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

নিহত সাগরের মা সালেহা বেগম বলেন, মাদক মামলায় মাদারীপুর জেলা কারাগার থেকে জামিনে বের হয় সাগর। এরপর ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার পর নিখোঁজ হয়।

‘‘কীভাবে সাগর এখানে মারা গেল এটা বুঝতে পারলাম না।’’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, সাগরের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। তার জন্য শহরে ছিনতাই প্রবণতা বেড়ে গেছে। অনেক দিন ধরে তাকে খোঁজা হচ্ছিল।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি নিয়ে তার সহযোগীদের মধ্যে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।


রাইজিংবিডি/মাদারীপুর/১২ সেপ্টেম্বর ২০১৯/বেলাল রিজভী/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়