একশ শিক্ষার্থী পেলেন সম্মাননা
গোপালগঞ্জে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একশ শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে।
প্রজ্জলিত গোপালগঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়।
শনিবার দুপুরে শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
প্রজ্জলিত গোপালগঞ্জ সংগঠনের আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, শিক্ষক গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুছ খান বক্তব্য রাখেন।
পরে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একশ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
গোপালগঞ্জ/বাদল/সাইফ
রাইজিংবিডি.কম