ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

রাঙামাটির পাহাড়ে বনফুল আহা রে..

বিজয় ধর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৫, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙামাটির পাহাড়ে বনফুল আহা রে..

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন পরিস্থিতির কারণে হ্রদ পাহাড় আর অরণ্যের শহর পার্বত্য রাঙামাটি এখন পুরোপুরি নিস্তব্ধ। নেই পর্যটকের আনাগোনা, নেই কোন যান্ত্রিক কোলাহল।

পাহাড়ের প্রতিটি মানুষ এখন ঘরবন্দি। থেমে গেছে মানুষের ব্যস্ততা। কিন্তু প্রকৃতি তার নিজস্ব গতিতে চলছে।চৈত্রের এ খরতাপের মাঝেও  পাহাড়ের প্রতিটি  ভাজে ভাজে ফুটছে বুনোফুল। এ বুনোফুল প্রকৃতিকে করে তুলেছে আরো সৌন্দর্যমন্ডিত।

রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়কের মগবান এলাকায় বুনোফুলের এমন দৃশ্যেমেুগ্ধ হতেই হয়। ওই এলাকায় গেলে দেখা যায়, রাস্তার পাশে পাহাড়ের উপরে ফুটেছে ভাটফুল (চাকমা ভাষায় বিজু ফুল),  লিলি ফুল ও ভুই চাঁপা ফুল ও আঙ্গর পাতা ফুল (ওষধি গাছ)।
 


বিশেষ করে আসামবস্তি সড়কের বরাদম এলাকায় এ ফুলগুলোর সমাহার চোখে পড়ার মতো। যা ওই পথের সকল পথচারীদের বিমোহিত করে। এদিক ওদিক ফুটে আছে নয়নাভিরাম এসব বুনোফুল।

বরাদম এলাকার চিক্কো চাকমা বলেন, ‘প্রতিবছর চৈত্র মাসের শেষে এবং বৈশাখে পাহাড়ে এই ফুল ফুটে । আমরা সাধারণত এ গুলোকে বিজু ফুল বলে থাকি।'

কাপ্তাই আসামবস্তি সড়কের ঝগড়াবিল এলাকার রবিলাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘প্রতিবছর চৈত্র মাসে ফোটা এ ফুল দিযে আমরা বিজু উৎসব পালন করে থাকি। এ ফুল দেখতেও খুব সুন্দর লাগে। এ ফুলের কোন গাছ লাগাতে হয় না বা আমাদের কোন পরিচর্যাও করতে হয় না।'

অন্যদিকে, কাপ্তাই সড়কে পাহাড়ের উচুঁ নিচু পথ বেয়ে চলা পথে পাখপাখালির কলরব ও বুনো ফুলের মাতাল করা ঘ্রাণ, যে কাউকেই পাগল করে দেয়।
 


এ বিষয়ে ফুল প্রেমী নুকু চাকমা জানালেন, ‘বছরের এ সময়টায় পাহাড়ে নানা বর্ণের নানা গন্ধের ফুল পাহাড়ের আদিবাসীদের বড় উৎসব বৈসাবিতে (বৈসুক, সাংগ্রাই, বিজু) গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত। তাই এসময়ে ফোটা সব ফুলকেই বিজু ফুল কিংবা সাংগ্রাই ফুল কিংবা বৈসু ফুল হিসেবে আখ্যায়িত করা হয়। আর এ ফুলগুলো কেবল পাহাড়েই হয়।পার্বত্য চট্টগ্রাম ছাড়াও  সিলেটের পাহাড়ি টিলায় এবং ময়মনসিংহের গাড়ো পাহাড়ে এ ফুল ফোটে।

রাঙামাটির পরিবেশ কর্মী অম্লান চাকমা বলেন, ‘বসন্তকে বিদায় জানাতেই বুনো প্রকৃতির মাঝেও এত আয়োজন।এই ফুল গুলোর আলাদাভাবে কোন গাছ লাগাতে হয় না। এগুলো এমনিতেই পাহাড়ের প্রতিটা জঙ্গলে ফোটে।'

এখানকার সাংস্কৃতিক কর্মী ঝুলন দত্ত বলেন, ‘এই ফুল আমাদের মনে করিয়ে দেয় এই বুঝি আসলো বাংলা নববর্ষ।'

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা বলেন, ‘এ ফুলগুলোর কোন বৈজ্ঞানিক নাম জানা নেই। এগুলোকে আমরা সাধারণত বিজু ফুল হিসেবে বলে থাকি।'

 

রাঙামাটি/টিপু

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়