ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৬, ২৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় দুটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত দেড় এক মাস আগে ঘাবন্নীমোড়া ও ফকিরহাটি নামক দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে শনিবার আবরো সংঘর্ষ হয়।

এ সময় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। হামলায় ঘাবন্নীমোড়ার জাকির হোসেন (৪০), কবির হোসেন (৩৫), নাজির হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (২৬), ভাবলা (২০), সেলিনা বেগম (৫০), আকাশ মিয়া (২৫), জুবায়েল মিয়া (২০), আনিস মিয়া (৩৫), মলাই ভূইয়া (৬০) ও ফকিরহাটির শাহ গোষ্ঠী থেকে দুর্বাজ শাহ (৬৫), মুক্তার শাহ (৫৫), জাহাঙ্গীর শাহ (৫০) ও আলফাজ শাহসহ (৪৫)  ৩০ জন আহত হন।

আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



রুবেল/ইভা

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়