ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

রাঙামাটিতে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে ত্রাণ বিতরণ

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙামাটিতে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে ত্রাণ বিতরণ

রাঙামাটিতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল ১১টায় রাঙামাটি শহরের ভেদভেদীর জেলা কার্যালয়ে আনসার ভিডিপির সদর উপজেলার ৩০০ জন দুঃস্থ সদস্যদের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।

ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা কমান্ড্যানট (অতিরিক্ত দায়িত্ব) মো. তরফদার আলমগীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল মোন্তাকিম।

ত্রাণ বিতরণকালে তরফদার আলমগীর হোসেন বলেন, ‘‘করোনাভাইরাসের প্রার্দুভাবজনিত কারণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটির প্রতি উপজেলায় ৩০০ জন ভিডিপি সদস্যদের মধ্যে আমরা এ ত্রাণ বিতরণ করেছি। রাঙামাটি পার্বত্য জেলায় সর্বমোট তিন হাজার সদস‌্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‘দুর্যোগকালীন সময়ে আমাদের সদস্যরা যাতে আর্থিক কষ্টে না থাকে এবং খাবারের সঙ্কটে না ভোগে এজন্য বাহিনীর মহাপরিচালক কর্তৃক সারাদেশে প্রত্যেকটা উপজেলায় এ ত্রাণকার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’’

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, ডাল এক কেজি, তেল এক লিটার, একটি মাস্ক ও একটি সাবান।


বিজয় ধর/সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়