ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

না.গঞ্জে দেড় শতাধিক প্রতিবন্ধীকে খাদ্যসামগ্রী দিলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না.গঞ্জে দেড় শতাধিক প্রতিবন্ধীকে খাদ্যসামগ্রী দিলো র‌্যাব

নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর পক্ষ থেকে দেড় শতাধিক দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী মানুষকে সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নিজস্ব উদ্যোগে এসব অসচ্ছল মানুষের হাতে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপউদ্দিন খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ তুলে দেন।

এ সময় র‌্যাব-১১ এর (সিও) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লা সরকারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব কর্মকর্তারা জানান, গত এক মাসে তারা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ২০ হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দিয়েছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।


রাকিব/বকুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়