সিনহা হত্যায় গণশুনানি করছে তদন্ত কমিটি
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে গণশুনানি চলছে। রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই গণশুনানি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ‘ঘটনার প্রত্যক্ষদর্শীদের’ নিয়ে এ গণশুনানি শুরু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গণশুনানি শুরু হওয়ার আগে তদন্ত কমিটির কাছে স্বাক্ষ্য দেওয়ার জন্য ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ১১ জনের নাম নিবন্ধন করা হয়। পরে কমিটির সদস্যরা নিবন্ধিত লোকজনের স্বাক্ষ্য গ্রহণ শুরু করেন।
এদিকে, গণশুনানিকে কেন্দ্র করে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ের আশপাশে ভিড় করেছে উৎসুক জনতা। সকাল থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত ১২ আগস্ট তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলী একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।
প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেছেন। এতে প্রদীপসহ ৯ জনকে আসামি করা হয়।
সিনহা হত্যা মামলা: চাঞ্চল্যকর অনেক প্রশ্নের উত্তর খুঁজছে র্যাব
সুজাউদ্দিন রুবেল/ইভা