ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সিনহা হত‌্যা: প্রদীপসহ ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিনহা হত‌্যা: প্রদীপসহ ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কমিটি

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলী

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে কক্সবাজার জেলা কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

নিহত সিনহার বোনের দায়ের করা মামলার আসামি ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও উপ-পরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে আজ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে জানানো হয়েছিল, আগামী সাত দিনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।

রোববার (১৬ আগস্ট) শামলাপুরে গণশুনানি শেষে এ তথ‌্য জানিয়েছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তদন্ত কমিটি সুপারিশ দেবে বলেও জানান তিনি।

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর রোববার সকাল সাড়ে ১১টায় শুরু হয় গণ শুনানি। ১১ জন সাক্ষী দিতে আসলেও বিশ্বাসযোগ‌্য না হওয়ায় দুজনের সাক্ষ‌্য নেয়নি তদন্ত কমিটি। প্রায় ৭ ঘণ্টা শুনানির পর জানানো হয়, ২৩ আগস্টের মধ্যেই সিনহা হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

এই তদন্ত প্রতিবেদন হত্যা মামলার তদন্তে কাজে আসবে কি না, এমন প্রশ্ন করা হয়েছিল তদন্ত কমিটির কাছে। এর জবাবে কমিটির আহ্বায়ক বলেন, ‘আমাদের প্রতিবেদন কাজে লাগবে কি না, তা বুঝবেন তদন্ত কর্মকর্তা। আমরা সরকারের কাছে জমা দেব। সেটি তদন্ত কর্মকর্তা কাজে লাগাবে কি না, তা তাদের ওপর নির্ভর করবে, আমাদের ওপর না।' এ পর্যন্ত ৬০ জনের বেশি সাক্ষীর সঙ্গে কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

রুবেল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়