ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

কুড়িগ্রামে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ১৯:৩৮, ৩০ আগস্ট ২০২০
কুড়িগ্রামে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

পরিবার ও নিজের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষক আব্দুর রহমান।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কৃষক আব্দুর রহমান। এ সময় তার দুই ছেলেসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কৃষক আব্দুর রহমান বলেন, আদালতে জমিজমা সংক্রান্ত চলমান মামলার তদন্তে বিবাদীপক্ষ আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ উক্ত মামলার স্বচ্ছ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার চাই।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন কৃষক আব্দুর রহমান।

বাদশাহ্ সৈকত/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়