আন্তর্জাতিক গুম দিবসে আলোচনা সভা
আন্তর্জাতিক গুম দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স’ নেটওয়ার্কের উদ্যোগে জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়।
মানবাধিকার কর্মী হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় গুমের শিকার ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ হোসেন সবুজ ও মেডিক্যাল শিক্ষার্থী জাকির হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গুম হওয়া সাজ্জাদ হোসেন সবুজের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার মেয়ে শেখ সুমাইয়া ফেরদৌস, ছেলে সাহেদ হোসেন, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া ও মা সাহিদা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, গুম হওয়া ব্যক্তিদের ফিরেত পেনে প্রশাসনের সহায়তা করতে হবে। এছাড়া বহির্ভূত হত্যা বন্ধের দাবিও জানান বক্তারা।
কাঞ্চন/সাইফ