ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে ধারণ করতে হবে: পলক

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০২:৩৫, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে ধারণ করতে হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে জীবনে ধারণ করতে হবে। তিনি শৈশব থেকে মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছেন। বৃষ্টিতে নিজে ভিজে বন্ধুকে ছাতা দান, ক্ষুধার্তকে অন্ন দান করেছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নাটোরের সিংড়া পৌরসভায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

পলক আরও বলেন, ১২ বছর ধরে আপনাদের সেবক হয়ে পাশে আছি। তিনবার আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী করেছেন। কিন্তু আমি পলক, পলক হিসেবেই থাকতে ভালোবাসি। পদ পদবি একদিন থাকবে না। জনগণের ভালোবাসা আমার অর্জন। মন্ত্রী হলেও আপনাদের সঙ্গে আমার কোনো বিভেদ তৈরি করিনি। জনগণের ভালোবাসাই আমার শক্তি, আমার সাহস।

নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের  সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলের  পরিচালনায় আরও বক্তব্য রাখেন গোলই আফরোজ সরকারি  কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট সাইদুর রহমান সৈকত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, সরফরাজ নেওয়াজ বাবু প্রমুখ । 

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল বিহারী দাস, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া মিঠু, জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান আন্জুমান।

আরিফুল/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়