ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

পাবনা-৪ উপনির্বাচন: তিন দলের প্রার্থী চূড়ান্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৫২, ১ সেপ্টেম্বর ২০২০
পাবনা-৪ উপনির্বাচন: তিন দলের প্রার্থী চূড়ান্ত

নূরুজ্জামান বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব ও রেজাউল করিম

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নূরুজ্জামান বিশ্বাস। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান। রোববার (৩০ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকার প্রার্থী হিসেবে নুরুজ্জামান বিশ্বাসের নাম ঘোষণা করা হয়।

বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন দলের  চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে ধানের শীষের প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

এছাড়া এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম। তিনি জেলা জাতীয় পার্টির সদস্য। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ার পর পাবনা-৪ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ সেপ্টেম্বর।

শাহীন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়