ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

সিনহা হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:০৯, ২ সেপ্টেম্বর ২০২০
সিনহা হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে: সেনাপ্রধান

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তবে দেশের যে কোনো অস্থিতিশীল মুর্হূতে একটি পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করে, এ ঘটনায় তেমনটি চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে  চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।

আরো পড়ুন:

মেজর সিনহা হত্যাকাণ্ড প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘এটা একটা নৃশংস, জঘন্যতম হত্যাকাণ্ড। এটার তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসেবে আশা করতে চাই তদন্তটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যারা প্রকৃত ক্রিমিনাল, তাদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেনো ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা সেনাবাহিনীর সার্ভিং অথবা রিটায়ার্ড কারও সঙ্গে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এই ঘটনায় যে শুধু সেনাবাহিনীর পক্ষ থেকে এটাকে ঘৃণা জানানো হয়েছে তা নয়, এমনকি পুলিশ প্রধানও সেদিন এসেছেন। দুঃখ প্রকাশ করেছেন। সকলেই মর্মাহত হয়েছেন এ ঘটনায়। এরকম একটি ঘটনাকে নিয়ে কেউ যদি অন্য কিছু করার চেষ্টা করে সেটি খুবই দুঃখজনক। সেটি কাঙ্ক্ষিত নয়।’

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘প্রথম কথা হলো- সেনাবাহিনীর যে কোনো সদস্যের যদি অস্বাভাবিক কোনো কিছু হয়, সেটির ব্যাপারে আমাদের নিজস্ব একটি তদন্ত হয়। সেটা আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজন।  আমরাও সে ধরনের একটি নির্দেশ সাথে সাথে দিয়েছি। সে তদন্ত হচ্ছে।’

অপর এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, ‘‘এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের কাছে কোনো সুপারিশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ, এই ঘটনার পরপর সরকারের পক্ষ থেকে একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে। এ তদন্ত টিমের প্রতি সেনাবাহিনী, এবং আমি নিশ্চিত পুলিশ বাহিনীরও এ ব্যাপারে সমর্থন রয়েছে। 

‘এ তদন্ত দল সরকারকে যেটি উপযুক্ত মনে করবে, সেই সুপারিশগুলো করবে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সুপারিশ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ, এখানে একটি যৌথ টিম গঠন করা হয়েছে। সেখানে আমাদের সেনাবাহিনীরও সদস্য আছে। আলাদাভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুপারিশ করার স্কোপ আছে বলে আমি মনে করি না।’

এসময় সেনাবাহিনীর ৬টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন সেনাপ্রধান। এছাড়া, তিনি কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহাকে নিয়ে নানা বিষয় কথা বলেন। 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী/সনি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়