ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

সিনহা হত্যা: দ্বিতীয় দফা রিমান্ডে পুলিশের ৪ সদস্য

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৮, ৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০০:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২০
সিনহা হত্যা: দ্বিতীয় দফা রিমান্ডে পুলিশের ৪ সদস্য

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এসব আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে আনা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।

এ চার আসামি হলো—টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।

এর আগে গত ১৪ আগস্ট প্রথম দফায় এ আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ২০ আগস্ট রিমান্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম বলেছেন, ‘৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।’

রুবেল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়