ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সিনহা হত্যা: কক্সবাজারের এসপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:১০, ১০ সেপ্টেম্বর ২০২০
সিনহা হত্যা: কক্সবাজারের এসপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন

এসপিকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেন সিনহার বোন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ‌্যেষ্ঠ বিচারক তামান্না ফারাহ’র আদালতে এ আবেদন করেন মামলার বাদী সিনহার বোন শারমিন ফেরদৌস।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, ‘যেকোনো সময় এ আদেশ হতে পারে। মূলত সিনহা হত্যার আগে ও পরে পুলিশ সুপারের সঙ্গে আসামিদের যোগাযোগ ছিল। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছেন তিনি। তাই বাদী মনে করছেন পুলিশ সুপারকে এ মামলায় আসামি করা জরুরি।’

আরো পড়ুন:

উল্লেখ‌্য, গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট সিনহার বোন বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা করেন। 

রুবেল/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়