ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ১৫ সেপ্টেম্বর ২০২০  
বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বজ্রপাতে অনিল দেবনাথ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে অনিল দেবনাথ মারা যান। তিনি বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরো পড়ুন:

কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বজ্রপাতে মৃত অনিল দেবনাথের অসহায় পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

সাইফুল্লাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়