ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২০
দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়  টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের মামলায় গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামে আদালতে ওসি প্রদীপকে হাজির করা হয়। এদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এবং শুনানির জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

উল্লেখ্য, ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জন করার দায়ে মামলা হয়। এই মামলায় ওসি প্রদীপ গ্রেপ্তার থাকলেও তার স্ত্রী চুমকি কারণ পলাতক রয়েছেন।

চট্টগ্রাম/রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়