ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪১, ২০ সেপ্টেম্বর ২০২০
ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ 

ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রী চুমকি কারণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল দায়রা জজ আশফাকুর রহমান এই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু এই আদেশের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। 

পিপি লাভলু জানান, প্রায় ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি ক্রোকের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন জানানো হয়। শূনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আরো পড়ুন:

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দুদকের মামলায় ওসি প্রদীপকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। একই দিন প্রদীপের পক্ষে জামিনের আবেদন করা হলে আজ রোববার শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। 

গত ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়