ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

মোটরসাইকেল থেকে পড়ে মা ও মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ২২ সেপ্টেম্বর ২০২০  
মোটরসাইকেল থেকে পড়ে মা ও মেয়ের মৃত্যু

কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুলসুম আক্তার ও মেয়ে শাহিনুর আক্তার। তারা জেলার দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের এরশাদ ভুইয়ার স্ত্রী ও কন্যা।  

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতির রেশম বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।  ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

ওসি বলেন, এরশাদ ভূইয়া মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাকে ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লা শহরে যাচ্ছিলেন। পথে ময়নামতি রেশম বোর্ডের সামনে পৌঁছালে, একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় মা ও মেয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ওসি জানান, দুর্ঘটনায় সংঘটিত বাসটিকে জব্দ করা হয়েছে। মা-মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ইমরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়