ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

বাসাইলে সর্বহারা পার্টির নামে এসিল্যান্ডকে হুমকির অভিযোগ

টাঙ্গাইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:১৭, ৬ অক্টোবর ২০২০
বাসাইলে সর্বহারা পার্টির নামে এসিল্যান্ডকে হুমকির অভিযোগ

পূর্ববাংলা সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা বাসাইল থানায় তিনি নিজেই সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এই কর্মকর্তা মনে করেন, হুমকির ঘটনার সঙ্গে স্থানীয় কেউ জড়িত।

এসিল্যান্ড ও জিডি সূত্রে জানা যায়, সিকদার মহিউদ্দিন পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি ০১৮২৬৭৫০৮৬৬ নাম্বার থেকে এসিল্যান্ডের মোবাইল নাম্বারে কল করেন। এসময় হুমকিদাতা নিজেকে পূর্ববাংলা সর্বহারা পার্টির নেতা বলে দাবি করেন। 

ডায়রিতে জানানো হয়, “হুমকিদাতা বলেন, ‘আমাদের কর্মিরা বিভিন্ন জনযুদ্ধে আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনি আমাদের কত টাকা দেবেন?’ সরকারী কর্মকর্তা হিসেবে কোন পার্টিতে টাকা দিতে অস্বীকার করায় এসময় হুমকিদাতা পরিবারসহ এসিল্যান্ডকে অপহরণ এবং প্রাণনাশের হুমকি দেন।’

আরো পড়ুন:

এ বিষয়ে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী বলেন, ‘প্রধানমন্ত্রীর সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে মাঠ প্রশাসনের প্রত্যেক সদস্য বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসিল্যান্ড’রা নিরলস কাজ করে যাচ্ছেন। এসব দ্বায়িত্ব পালন করতে গিয়ে ইউএনও এবং এসিল্যান্ডরা বিভিন্ন বাধা, হুমকি এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। এটি এরই ধারাবাহিকতা, এটিকে আমি বিচ্ছিন্ন কোন ঘটনা মনে করি না। তবে আমি মনে করি, এর সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চয় সঠিক তদন্ত সাপেক্ষে জড়িতদের বের করবে বলে আমি বিশ্বাস করি।’ 

সারা বাংলাদেশের সকল সহকারী কমিশনারদেও (ভূমি) শারীরিক নিরাপত্তাসহ তাদের পরিবারের নিরাপত্তার দাবি করেন তিনি।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ঘটনার পরই থানায় জিডি করা হয়েছে। তাছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ বলেন, জিডির পর বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কাওছার/সাজেদ 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়