ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

মানিকগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:২৭, ৭ অক্টোবর ২০২০
মানিকগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী এবং ওষুধ বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর)  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসকের নির্দেশে দৌলতপুর উপজেলার নিরালি, কাকনা ও সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেযাদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রির অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাইকিং করে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়। 

আরো পড়ুন:

বাজারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

জাহিদুল চন্দন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়