ঢাকা     বুধবার   ১৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ৬ ১৪৩১

মহম্মদপুরে গাজা চাষের অভিযোগে এক ব্যক্তি আটক

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৯, ৯ অক্টোবর ২০২০  
মহম্মদপুরে গাজা চাষের অভিযোগে এক ব্যক্তি আটক

মাগুরার মহম্মদপুরে গাজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পলাশবাড়িয়ার যশোবন্তপুর গ্রাম থেকে জহিরুল ইসলামকে (২৩) আটক করেছে। আটক ব্যক্তি ওই গ্রামের মো. বোরাক সরদারের ছেলে।

এসআই রাকিব জানান, জহিরুল দীর্ঘদিন ধরে বাড়ির পাশের বাগানে গাজা গাছের আবাদ করছিল। গাছ থেকে উৎপাদিত গাজা মাদকাসক্তদের কাছে বিক্রি করতো।

পুলিশ খবর পেয়ে ছয় ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ জহিরুল ইসলামকে আটক করে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা হয়েছে।

শাহীন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়