চট্টগ্রামে নেওয়া হলো রিজেন্ট সাহেদকে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
প্রতারণার মামলায় আদালতে হাজির করতে রিজেন্ট সাহেদকে চট্টগ্রামে নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে চট্টগ্রাম নেওয়া হয়। চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। চট্টগ্রামের এক ব্যবসায়ীর দায়ের করা প্রতারণার মামলায় সাহেদকে আদালতে তোলা হবে রোববার সকালে। ওই মামলায় হাজিরা দেওয়ার জন্যই আলোচিত এই প্রতারককে চট্টগ্রামে আনা হয়েছে।
চলতি বছরের ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও শহীদুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুদ্দিন মহসীন।
ওই মামলায় সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়। ঢাকায় ২০০টি তিন চাকার গাড়ি নামানোর অনুমোদন সরকার থেকে নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সাহেদ এই টাকা হাতিয়ে নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
রেজাউল করিম/সনি