ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ময়মনসিংহে ৩ জেমবি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৩০, ২৯ অক্টোবর ২০২০
ময়মনসিংহে ৩ জেমবি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন (জেএমবি)-এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ র‌্যাবের পক্ষ থেকে তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১৪-এর একটি টিম বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযোগ চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

আরো পড়ুন:

গ্রেপ্তাররা হলেন— মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের রফিকুল ইসলাম, গোয়ালিয়া গ্রামের সিদ্দিকুজ্জামান সিদ্দিক ও বিন্নাকুড়ি গ্রামের আব্দুস সামাদ।

ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গ্রেপ্তার জেএমবি সদস্যরা গোপনে সংগঠিত হয়ে নাশকতার চেষ্টা করছে বলে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৪ তাদের গ্রেপ্তার করে।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়