ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১১:১৯, ২০ নভেম্বর ২০২০
সিরাজগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে উকিলপাড়া এলাকার টিনশেড বাড়িটি ঘিরে রাখেন র‌্যাব সদস‌্যরা।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ‌্য নিশ্চিত করে জানান, আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে ওই বাড়িতে অভিযান চালানো হবে। 

আরো পড়ুন:

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ওই বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।  

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়