ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শাহজাদপুরের ৪ জেএমবি সদস্য কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ১০:৪১, ২২ নভেম্বর ২০২০
শাহজাদপুরের ৪ জেএমবি সদস্য কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় আত্মসমর্পণ করা জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শনিবার (২১ নভেম্বর) রাতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

জেএমবি’র সদস্যরা হলেন— পাবনার সাথিয়া উপজেলার দাড়ামুধা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে শামীম হোসেন ওরফে কিরণ (১৯), একই এলাকার আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার শরাসাহাপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে আতিউর রহমান (১৯) ও সাতক্ষীরা জেলার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের বজলুর রহমানের ছেলে আমিনুল ইসলাম শান্ত (২০)।

আরো পড়ুন:

ওসি শাহিদ মাহমুদ খান জানান, র‌্যাব-১২’র অপরাধ দমন বিশেষ ইউনিটের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর থানায় মামলাগুলো দায়ের করেন।  নাশকতা, সন্ত্রাস,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ৩ পৃথক মামলায় তাদের বিরুদ্ধে করেন তিনি।

উল্লেখ্য, টানা ৬ ঘণ্টার অভিযান শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ৪ জেএমবি সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। পরে র‌্যাবের বোম ডিসপোজাল দল তাদের কাছ থেকে দুটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি প্রশিক্ষণের কিছু বই উদ্ধার করে। এই জেএমবি সদস্যরা ছাত্র পরিচয়ে শাহজাদপুরের উকিলপাড়ায় ভাড়া নিয়ে তাবলিগ জামাতের ছদ্মবেশে জিহাদি প্রশিক্ষণ কার্যক্রম চালাতো বলে জানায় র‌্যাব।

রাসেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়