শ্রীমঙ্গলের বধ্যভূমিতে নিহত চা শ্রমিকদের নামের তালিকা প্রকাশ
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া বধ্যভূমিতে একাত্তরের গণহত্যা নিহত হওয়া চা শ্রমিকদের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) ৫০তম বিজয় দিবসে এই নাম ফলকের রক্তিম আবরণ উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শহীদ সন্তান এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা।
নাম ফলকটি তৈরিতে আর্থিকভাবে সহযোগিতা করেন সেই গণহত্যায় নিহত ফাগু হাজরার পুত্র বিজয় হাজরা।
বিজয় হাজরা বলেন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস আসলেই এই সেই দিনের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমার বাবাসহ গণহত্যায় চা শ্রমিকদের নামে তালিকার ফলকটি তৈরি করতে পেরে কিছুটা হলেও ঋণ শোধ করতে পেরেছি। এখানে যে ৫৯ জন গণহত্যায় নিহত এবং আহত চা শ্রমিকদের নাম রয়েছে। তাদের পরিবারগুলো আজ নানাভাবে অবহেলিত। মানবেতর জীবনযাপন করছে তারা। সরকার যদি সে সকল পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করতো তবে পরিবারগুলো মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা পেতো।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের সামনে আমাদের একাত্তরের সঠিক ইতিহাস তুলে ধরার এ এক অন্যতম উজ্জ্বল প্রয়াস। এর ফলে নতুন প্রজন্ম আত্মোৎসর্গকারী সেইসব চা শ্রমিকদের নামগুলো জানার সুযোগ পাবে।
সাইফুল্লাহ হাসান/টিপু