ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ভাস্কর্য ভাঙচুর: প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৩, ২২ ডিসেম্বর ২০২০
ভাস্কর্য ভাঙচুর: প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য্ ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  মুক্তিযোদ্ধার সন্তানরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের ব্যানারে মানববন্ধনে মুক্তিযোদ্ধার তিন শতাধিক সন্তান অংশ নেয়। ঘণ্ট্যাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড একাত্মতা প্রকাশ করে। 

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা মহব্বত হোসেন, মন্নু হাজরা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব আরাফাত শেখ সুমন প্রমুখ।

আরো পড়ুন:

বক্তারা বলেন, ‘১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের অভিভাবকরা দেশ স্বাধীন করেছেন। এই দেশের স্থপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অবমাননা আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা কোনোভাবেই সহ্য করবো না। মৌলবাদীদের উচ্ছেদ করতে বীরমুক্তিযোদ্ধাদের মতো আমরাও ঝাঁপিয়ে পড়বো।’ 

কুষ্টিয়া শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য গত ৪ ডিসেম্বর রাতে ভাঙচুর করা হয়। 
 

ঢাকা/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়