ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২ ১৪৩১

দুর্নীতির মামলায় ওসি প্রদীপের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:২৯, ৬ জানুয়ারি ২০২১
দুর্নীতির মামলায় ওসি প্রদীপের জামিন আবেদন

ফাইল ছবি

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিনের আবেদন জানানো হয়েছে। 

বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ওসি প্রদীপের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী রতন চক্রবর্তী। 
আদালত এই আবেদন শুনানীর জন্য আগামী রোববার (১০ জানুয়ারি) দিন ধার্য্য করেছেন।

আসামি প্রদীপ কুমার দাশের আইনজীবী অ‌্যাডভোকেট রতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় আমরা প্রদীপ কুমার দাশের জামিনের আবেদন জানিয়েছিলাম। কিন্তু কারগার থেকে প্রদীপকে আদালতে হাজির না করায় জামিন শুনানী হয়নি। আদালত শুনানীর জন্য আগামী ১০ জানুয়ারি (রোববার) দিন ধার্য্য করেছেন।

অপরদিকে দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দুদকের দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় আসামি প্রদীপ কুমার দাশকে আদালতে হাজির করা হয়নি। 

উল্লেখ্য, মেজর সিনহা হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রেজাউল করিম/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়