ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

তেল মারা বন্ধ করতে হবে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০৬:৫৩, ১৯ জানুয়ারি ২০২১
তেল মারা বন্ধ করতে হবে: কাদের মির্জা

বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র কাদের মির্জা বলেছেন, ‘‘অপরাধীদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। আমি ভয় করি একমাত্র আল্লাহকে। আমি একরাম চৌধুরীর (নোয়াখালী-৪ আসনের সাংসদ) বিরুদ্ধে বলেছি। আমি জাতীয় রাজনীতি নিয়ে কথা বলিনি।

‘তিনি চাকরি বাণিজ্য করেন। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা তাকে খোদা মানে। প্রশাসনের এ তেল মারা বন্ধ করতে হবে। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে। ‘ক’ এর লগে বোন্দা (ডট) দিতে পারে না তারা আজ এমপি। আমি মারা গেছি, আমার বৌকে ভোটে দাঁড় করিয়ে দিতে হবে, না হলে আমার ছেলেকে দাঁড় করিয়ে দিতে হবে- এ সংস্কৃতি বন্ধ করতে হবে।’’

সোমবার (১৮ জানুয়ারি) বসুরহাট পৌরসভা মিলনায়তনে নির্বাচন পরবর্তী ভোটারদের সঙ্গে নির্বাচনী কুশল বিনিময় সভায় এসব কথা বলেন আবদুল কাদের মির্জা । 

কাদের মির্জা আরও বলেন, ‘‘এখন থেকে সকল রাজনৈতিক দল এখানে তাদের দলীয় কাজ করতে পারবেন। তবে কোনো অপরাজনীতি হয়ে থাকলে তা মানা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত, আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ সমর্থকদের এলাকা ছাড়তে হয়। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

‘কোম্পানীগঞ্জের সব নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে গণতান্ত্রিক উপায়ে সব হবে। আমরা অতীতে অনেক ভুল করেছি। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। কোনো অপরাধী অপরাধ করে বাঁচতে পারে না। কোন না কোনভাবে তাকে শাস্তি ভোগ করতে হয়।”

বিরোধী পার্টির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি জামায়াত করেন। আপনার রাইট আছে। কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না। সেটি মানা হবে না। মসজিদের মিম্বরে বসে সমালোচনা করবেন না। মিম্বরে বসে রাজনীতি করবেন না। ওয়াজ করে যারা চেয়ে টাকা নেয়, তারা প্রকৃত মুসলমান নয়।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু।

মাওলা সুজন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়