ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে বলব: কাদের মির্জা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২৯ জানুয়ারি ২০২১  
বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে বলব: কাদের মির্জা

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমাকে বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে বলে যাব। আমি অপরাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, তাই আমি খারাপ হয়ে গেছি। আমরা কখনও অপরাজনীতির কাছে মাথানত করব না।’

শুক্রবার (২৯ জানুয়ারি) বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘দলের (আওয়ামী লীগ) হাই কমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে, নোয়াখালীতে অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নেবেন। উনারা দায়িত্ব নিয়েছেন বলেই আমি কোম্পানীগঞ্জে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এতগুলো মায়ের বুক খালি হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে। এটা কোনো নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেন হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে? আমরা এরকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন আমরাও করেছি বসুরহাটে। কোনও সাংবাদিক বলতে পারেনি, কারও গায়ে একটি আঁচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছেন খুনা-খুনি করে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের সুখে-দুখে, বিপদে-আপদে পাশে থাকার জন‌্য।’

উল্লেখ্য, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস‌্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের ফ্যামিলি’ বলায় কোম্পানীগঞ্জে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলনের ঢাক দিয়েছিলেন আব্দুল কাদের মির্জা।


সর্বশেষ

পাঠকপ্রিয়