ওবায়দুল কাদেরকে জবাব দিতে হবে: কাদের মির্জা
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আবদুল কাদের মির্জা (ফাইল ছবি)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ফেসবুক লাইভে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আজ পুলিশের সহযোগীতায় একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী, নিজাম হাজারীর সন্ত্রাসী বাহিনী আমার চাপরাশিরহাটের চরফকিরার মানুষের ওপর গুলিবর্ষণ করেছে। পুলিশের সামনে থেকে আমার লোকদের ওপর গুলি করেছে। অনেকে আহত হয়েছে। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই এলাকার কি অভিভাবক নাই? আজকে যদি একটা মায়ের বুক খালি হয়, এটার জন্য ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন এবং প্রশাসনকে দায়ী থাকতে হবে।’
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ফেইবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নোয়াখালীর এসপি, ডিসি এদের সহযোগীতায় আজকে একরাম চৌধুরী তার বাড়িতে মিটিং করে এখানে গুন্ডা এবং সন্ত্রাসী-অস্ত্রধারী পাঠিয়েছে। আমিও আছি। প্রয়োজনে মৃত্যুবরণ করব, এখান থেকে যাব না।’
কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের আপনাকে জবাব দিতে হবে। যদি আমার এলাকার একটা লোকের মৃত্যু হয়, সাহাব উদ্দিন আপনাকেও জবাব দিতে হবে। প্রশাসনকে জবাব দিতে হবে। আজকে কেন অস্ত্রের ঝনঝনানি?’
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারের তরকারি বাজারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
মাওলা সুজন/সনি