ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

পূর্ব ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৮:১৬, ২১ ফেব্রুয়ারি ২০২১
পূর্ব ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত ৩ দিন মেয়র কাদের মির্জা ও বাদল গ্রুপের রাজনৈতিক কোন্দলের জের ধরে পূর্ব ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে অবস্থা বিরাজ করছে। দুই গ্রুপের পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো থেকে যে কোনো মুহুর্তে সংঘর্ষ ঘটতে পারে। 

অবশেষে মেয়র আবদুল কাদের মির্জা তার পূর্ব ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে এবং ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি পূর্ব ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন।

তিনি ফেইসবুক লাইভে এবং স্ট্যাটাসে উল্লেখ করেন, নোয়াখালীর রাজনীতির চলমান সংকট নিরসনে আমাদের সকলের আস্থার শেষ ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমাদের ইতোপূর্বে ঘোষিত সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। আশাকরি জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা জনাব ওবায়দুল কাদের সাহেবের হস্তক্ষেপে সকল সমস্যার সমাধান অতিশীঘ্রই হবে।’

সুজন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়