ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

সাংবাদিক মুজ্জাকিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
সাংবাদিক মুজ্জাকিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, অর্থ-সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, প্রচার ও দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক জাহিদ হাসান জিহাদ, আবু হেনা মোস্তফা কামাল, সুমন মাহমুদ, আলমগীর মণ্ডল, আশরাফুল আলম হীরা, নাঈম খন্দকার। 

এ সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার। পরে নিহত সাংবাদিক মুজ্জাকিরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন মুজাক্কির। গত ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাঞ্চন কুমার/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়