ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১৮:৪৭, ২৬ মার্চ ২০২১
কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি হেফাজতের

হাটহাজরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার মাদ্রাসাছাত্রের মৃত‌্যুর ঘটনায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক‌্যালের সামনে সাংবাদিকদের সামনে এ হুঁশিয়ারি দেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, ‘‘শান্তিপূর্ণ মিছিলে কোনো উষ্কানি ছাড়াই পুলিশ নির্বচারে গুলি করে আমাদের চারজন ভাইকে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা করি, সঠিক বিচার চাই। যেসমস্ত অফিসার কোনো কারণ ছাড়া আমাদের ভাইদের শহীদ করেছে, তাদেরকে বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। 

আরো পড়ুন:

‘আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এর সঠিক বিচার দাবি করছি। যদি বিচার করা না হয়- বাংলাদেশে কীভাবে বিচার করতে হয় তা হেফাজতে ইসলামী দেখিয়ে দেবে।” 

এদিকে হাসপাতালের সামনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সেসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

 

আরও পড়ুন > হাটহাজারীতে হেফাজত-পুলিশ সংঘর্ষে নিহত ৪

                        ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের তাণ্ডব

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়