ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আমাকে হেয় করতে ওয়াজ বন্ধ করা হয়েছে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৩১ মার্চ ২০২১  
আমাকে হেয় করতে ওয়াজ বন্ধ করা হয়েছে: কাদের মির্জা

আবদুল কাদের মির্জা (ফাইল ছবি)

স্বাস্থ‌্যবিধি মেনে ওয়াজ করার অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘আমি কেন পারমিশন দিলাম? আজ মুসলিম সম্প্রদায়ের কাছে আমাকে হেয় করার জন্য ওয়াজ  বন্ধ করে দেওয়া হয়েছে।’ বুধবার (৩১ মার্চ) বসুরহাট বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘শুধু ওয়াজ  বন্ধ করে ক্ষ‌্যান্ত হচ্ছে না। আমি বসুরহাট প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র, আজকে সাধারণ পুলিশ অফিসার দিয়েও আমাকে অপমান করাচ্ছে। নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আজকে কেন ওয়াজ বন্ধ করেছে? আপনারা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হোন। কী জন্য ওয়াজ বন্ধ করা হয়েছে, জবাব দিতে হবে। এখানে ওয়াজের সঙ্গে যারা জড়িত ছিলেন, কেন আপনাদের ওয়াজ বন্ধ করা হয়েছেন? লিখিত নিন। সেই লিখিত জবাব প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, মন্ত্রীর কাছে পাঠাবো।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘কেন ওয়াজ বন্ধ করা হলো? কীর্তনের দিন কীর্তন হলো, আমি সেখানে গেলাম। সেখানে অনেকক্ষণ ছিলাম। কিন্তু সেখানে বাধা দিলো না। ওয়াজ কেন বন্ধ করলো?  এভাবে নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন।’ তিনি বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিচার একদিন কোম্পানীগঞ্জের মানুষ,বাংলাদেশের মানুষ করবে। আল্লাহ এক দিন করবে। আল্লার বিচার বড় বিচার। একটা ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার জন‌্য ইউএনও, ওসি, তদন্ত অফিসারের বিচার আল্লাহ করবে, জনতার আদালতে বিচার হবে।’

আরো পড়ুন:

মেয়র বলেন, ‘কেন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো? আমি শেখ হাসিনার কাছে বিচার চাই। কেন ওয়াজ বন্ধ করা হলো, এর বিচার আমি চাই।’

/সুজন মওলা/এনই/


সর্বশেষ

পাঠকপ্রিয়