ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রিসোর্টে জনতার হাতে ঘেরাও হেফাজত নেতা মামুনুল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ০০:২৬, ৪ এপ্রিল ২০২১
রিসোর্টে জনতার হাতে ঘেরাও হেফাজত নেতা মামুনুল

নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে বেড়াতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। 

শনিবার (৩ এপ্রিল) বিকেলে রিসোর্টের পঞ্চম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে ঘেরাও করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, মামুনুল হক নারীসহ একটি রিসোর্টে অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সত‌্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঘেরাওয়ের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে লাইভ করেছেন অনেকে। কেউ কেউ ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ৭ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, স্থানীয় জনসাধারণ মামুনুল হককে জেরা করছে। মামুনুল হক জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মামুনুলক হককে হোটেল কক্ষে চেয়ারে বসিয়ে রাখেন। 

উত্তেজিত জনতার প্রশ্নে একসময় মামুনুল হক জানান, তিনি কোনো প্রশ্নের জবাব দেবেন না। সাধারণ পোশাকে থাকা পুলিশের পরিচয়ও জানতে চান মামুনুল। 

এক পর্যায়ে মামুনুল হক জানান, রিসোর্টে সঙ্গে থাকা নারীটি তার দ্বিতীয় স্ত্রী। শরিয়ত সম্মত কায়দায় তাকে দুই বছর আগে বিয়ে করেছেন তিনি। তা নাম আমেনা তৈয়বা। তাকে নিয়ে তিনি রিসোর্টে বেড়াতে এসেছিলেন।

মামুনুল পরে জানান, তার সঙ্গে যে অযাচিত আচরণ করা হয়েছে সেজন্য তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

রাকিব/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়