ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রিসোর্টে মামুনুল হককে হেনস্থা করার অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৪ এপ্রিল ২০২১  
রিসোর্টে মামুনুল হককে হেনস্থা করার অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ ও হেনস্থা করার অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনির নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় অভিযোগ দেন স্থানীয় হেফাজত নেতা ফয়সাল মাহামুদ হাবিবী।

শনিবার (৩ এপ্রিল) রয়েল রিসোর্টের কক্ষে মামুনুল হক এক নারীর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানকালে স্থানীয় একদল যুবক তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে মামুনুল হককে নিরাপত্তা দেয়। হেফাজতের নেতাকর্মীদের মামুনুল হককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

আরো পড়ুন:

অভিযোগ দায়েরের সময় মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হেফাজতের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাকিব/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়