ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মামুনুল হককে নিয়ে লাইভ: পুলিশের এএসআই প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১২, ৫ এপ্রিল ২০২১
মামুনুল হককে নিয়ে লাইভ: পুলিশের এএসআই প্রত্যাহার

এএসআই গোলাম রাব্বানী

মামুনুল হককে নিয়ে ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়ায় পুলিশের এএসআই গোলাম রাব্বানীকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম রাব্বানীর ভিডিও ভাইরাল হওয়ার পর রোববার (৪ এপ্রিল) তাকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

গোলাম রাব্বানী কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সোমবার (০৫ এপ্রিল) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ফেসবুকে লাইভে এসে মিডিয়া ও সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেন তিনি।

আরো পড়ুন:

খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিন জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ফেসবুক লাইভে এসে গোলাম রাব্বানী বলেন, ‘...মিডিয়ার মাধ্যমে একটা আলেম মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে।’

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়