ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

কার্গো জাহাজ এসকেএল-৩-কে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৮ এপ্রিল ২০২১  
কার্গো জাহাজ এসকেএল-৩-কে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে

নারায়ণগঞ্জ ঘাটে নেওয়া হচ্ছে এমকেএল- ৩ জাহাজটিকে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসানকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার পর থেকেই পলাতক ছিল ঘাতক এমকেএল- ৩ জাহাজটি।

ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে জাহাজটি আটক করে কোস্টগার্ডের সদস্যরা। সেই সঙ্গে জাহাজের ভেতরে থাকা ১৪ স্টাফকেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- জাহাজের মাস্টার ওহিদুজ্জামান, ড্রাইভার মজনু, সুকানি আনোয়ার, নাজমুল, গ্রিজার ফারহান, হৃদয়, ডেক টেন্টাইল আব্দুল্লাহ, লস্কর, রকিবুল, নূর ইসলাম, সাগর, সাকিব, আলিফ ও বাবুর্চি বাশার।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘বেলা ১১টায় কোস্টগার্ডের সদস্যরা জাহাজটি আটক করে। পরে আমাদের কাছে হস্তান্তর করে। দুপুর ৩টা নাগাদ জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরে বন্দর থানায় জাহাজটি হস্তান্তর করা হবে।

রাকিব/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়