ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মামুনুলের পক্ষে প্রচারণা: রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রাঙামাটি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৪৫, ৯ এপ্রিল ২০২১
মামুনুলের পক্ষে প্রচারণা: রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

আবির হাসান

ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর কারণে রাঙামাটি পৌর ছাত্রলীগ নেতা আবির হাসানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি পৌর ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাকে সংগঠন থেকে অব্যাহতির সুপারিশ কেন্দ্রীয় ছাত্রলীগে পাঠিয়েছে স্থানীয় ছাত্রলীগ। 

আবির হাসান রাঙামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি রাঙামাটি সরকারি কলেজে অধ্যায়নরত। 

আরো পড়ুন:

রাঙামাটি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা বলেন, ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় আবির হাসানকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হযেছে। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।’ 

বিজয়/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়