ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হিমছড়ি সৈকতে মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৯ এপ্রিল ২০২১  
হিমছড়ি সৈকতে মৃত তিমি

হিমছড়ি সৈকতে ভেসে এসেছে একটি মৃত তিমি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে তিমিটি সৈকতে ভেসে আসে। তিমিটির পেটে ক্ষত চিহ্ন রয়েছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। 

বনবিভাগ ও জেলা প্রশাসন জানায়, তিমির মৃত‌্যুর কারণ অনুসন্ধান ও সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে তিমিটি দেখতে কয়েকশ’ মানুষ সৈকতে ভিড় করেছে। তাদের অনেকে তিমির ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। 

আরো পড়ুন:

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেন, ‘হঠাৎ সৈকতে বিশাল আকৃতির কিছু ভেসে আসতে দেখে ছুটে যাই। গিয়ে দেখি বিশাল আকৃতির মৃত তিমি। তিমিটি লম্বায় ৪৪ ফুট ও ব‌্যাস ২৬ ফুট।’ 

স্থানীয় আব্দুল কুদ্দুস রানা বলেন, ‘তিমির পেটে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধান করা দরকার।’ 

তিমি ভেসে আসার খবরে বিকেলে ঘটনাস্থলে আসে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘সবাইকে খবর দেওয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে সন্ধ্যার মধ্যে সৈকত থেকে তিমিটি সরাতে ব্যবস্থা নেওয়া হবে।’ 

দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে, সেহেতু এটির ময়না তদন্ত করা প্রয়োজন। সার্জনকে খবর দেওয়া হয়েছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে ১৯৯১ সালে একটি মৃত তিমি ভেসে এসেছিল কক্সবাজার সৈকতে।

সুজাউদ্দিন রুবেল/সনি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়