ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম কাশিমপুর কারাগারে

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১২, ১০ এপ্রিল ২০২১
‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম কাশিমপুর কারাগারে

রফিকুল ইসলাম

‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টায় র‌্যাব-পুলিশের পাহারায় তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম।

রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ৮ এপ্রিল র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় মামলা করে। পরে ঢাকার মতিঝিলে তার নামে আরও একটি মামলা হয়।

গত ৭ এপ্রিল ভোরে রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব।
 

এমএম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়