ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি, থানায় জিডি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫২, ১৭ এপ্রিল ২০২১  
কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি, থানায় জিডি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাকে (২৫) মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে কাদের মির্জার মুঠোফোনে এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

কাদের মির্জা বলেন, শনিবার রাত ৮টার দিকে একটি বিদেশি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে আমার একমাত্র ছেলেকে হত্যার হুমকি দেয়া হয়। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়।’

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকির বিষয়ে কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ নম্বরটি ট্যাগ করে দেখেছে মেক্সিকো থেকে ফোন দিয়ে কাদের মির্জার ছেলেকে হত্যার এ হুমকি দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সুজন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়