ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রফিকুল ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২১ এপ্রিল ২০২১  
রফিকুল ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর

মাওলানা রফিকুল ইসলাম মাদানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২১ এপ্রিল) সকালে ভার্চুয়ালি শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট সাব ইন্সপেক্টর মো. আব্দুল হাই।

আরো পড়ুন:

সাব ইন্সপেক্টর জানান, গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলা ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভার্চুয়ালি হাজির হয়ে কোতেয়ালি থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ‌্য, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিতি। সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযেগে গত (৭ এপ্রিল) দ্বিবাগত রাতে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‌্যাব। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়