ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

নেত্রকোনায় সাবেক ভিপি নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৫ এপ্রিল ২০২১  
নেত্রকোনায় সাবেক ভিপি নুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোণার পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযোগ দায়ের করা হয়।

নেত্রকোণা জেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা, সাম্প্রদায়িক উস্কানি এবং মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ এনেছেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম রোববার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

লিখিত অভিযোগে জানা যায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে হেফাজতে ইসলামের হামলা-ভাঙচুর এবং হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর ছাত্র অধিকার পরিষদের নেতা নূর ফেইসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্ম নিয়ে সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

সেই ভিডিও বার্তার ভিত্তিতে দেশের বিভিন্ন জায়গায় নূরের বিরুদ্ধে একের পর এক মামলা হতে শুরু করে। সেই ধারাবাহিকতায় এবার নেত্রকোণায় আরও একটি অভিযোগ জমা পড়ল। তবে তার সেই বক্তব্যকে ঘিরে মামলা হতে শুরু করার পর ডাকসুর এই সাবেক ভিপি আরেক ভিডিও বার্তায় আগের ওই বার্তার জন্য ক্ষমা চান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান রতন তার লিখিত অভিযোগে বলেন, ‘নুর গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তার ফেইসবুক থেকে লাইভে বলেছেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। এদের কোনো ঈমান নাই।’’

মাহমুদুল হাসান রতন আরও  বলেন, ‘নূরের এমন উস্কানিমূলক ও রাষ্ট্র বিরোধী বক্তব্যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু নয়, সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য অবমাননাকর। তাই আমি তার কঠোর শাস্তি ও বিচার দাবি করছি।’

দেবল/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়