ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মেডিক্যাল টেস্টের জন্য সিভিল সার্জন অফিসে মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩০ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:১২, ৩০ এপ্রিল ২০২১
মেডিক্যাল টেস্টের জন্য সিভিল সার্জন অফিসে মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণা

মামলা করে থানা থেকে বেরিয়ে যাচ্ছেন ঝর্ণা

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের দাবি করা ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে মেডিক্যাল টেস্টের জন্য সোনারগাঁও সিভিল সার্জন অফিসে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি হাফিজুল ইসলাম।

এর আগে সকালে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন জান্নাত আরা ঝর্ণা। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেন তিনি।

সোনারগাঁ থানা পুলিশ সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে  মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩০। মামুনুল হক দ্বিতীয় স্ত্রী দাবি করলেও মামলায় জান্নাত নিজেকে মামুনুল হকের স্ত্রী বলেননি। তিনি বলেছেন, ‘বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক আমার সঙ্গে সম্পর্ক করেছেন। কিন্তু বিয়ের কথা বললে মামুনুল করছি, করব বলে সময়ক্ষেপণ করতে থাকেন। ২০১৮ সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল, রিসোর্টে আমাকে নিয়ে যান।’

রাকিব/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়