হেফাজত নেতা মুফতি হারুন ইজহার ৯ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় করা তিনটি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহারের তিন দিন করে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ মে) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ভার্চ্যুয়াল শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
মুফতি হারুন ইজিহারের আইনজীবী অ্যাডভোকেট নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, তিন মামলায় পুলিশের পক্ষ থেকে ২১ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে হাটহাজারী থানার আরও দুই মামলায় হারুন ইজাহারকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
চট্টগ্রাম/রেজাউল/টিপু