টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে টঙ্গীর সাহেরা মার্কেট এলাকার টাস নীট ফ্যাশন লিমিটেড নামক কারখানায় বিক্ষোভ করে কারখানাটির কয়েকশ শ্রমিক।
শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কয়েকজন শ্রমিক বলেন, ‘কারখানা মালিক আমাদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ করে না। আমাদের গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা এখনো পাইনি। কখন আমাদের পাওনা পরিশোধ করা হবে সে বিষয়েও আমাদের এখনো কিছুই জানানো হয়নি।’
কারখানাটির ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, দ্রুতই তাদের পাওনা বেতন ও বোনাস পরিশোধ করা হবে।’
আব্দুল জলিল জানান, গত এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানালে কারখানার কর্মকর্তা শ্রমিকদের পাওনা পরিশোধের কোনো নির্দিষ্ট সময় জানাননি। পরে সকাল সাড়ে ৯টার দিকে কাজ বন্ধ রেখে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা থেকে বেড়িয়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকরা ফের কারখানায় ফিরে এসে কর্ম বিরতি পালন করে। তাদের বুঝিয়ে কারখানার ভেতরে পাঠানো হয়েছে।
রফিক/বুলাকী