বাবুল আক্তার ভিক্টিমাইজড, উচ্চ আদালতে যাব: বাবুলের আইনজীবী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মিতু হত্যা মামলায় বাবুল আক্তার ভিক্টিমাইজড হয়েছেন বলে অভিযোগ করেছেন বাবুল আক্তারের আইনজীবী আনিসুল ইসলাম।
বুধবার (১২ মে) বিকেল ৩টার দিকে বাবুল আক্তারের পাঁচ দিন রিমান্ড মঞ্জুরের পর আদালতের বাইরে প্রাথমিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি।
আইনজীবী আনিসুল ইসলাম বলেন, ‘স্ত্রী মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তার বাদি ছিলেন। কিন্তু তার মামলাটি ফাইনাল রিপোর্ট দিয়ে নতুন করে মামলা দিয়ে বাবুল আক্তারকে ভিক্টিমাইজড করা হয়েছে। আমরা এ জন্য উচ্চ আদালতে যাব।’
তিনি আরও বলেন, ‘নতুন মামলায় বাবুল আক্তারকে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আমরা রিমান্ড আবেদন বাতিলের আবেদন জানিয়েছিলাম। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
রেজাউল করিম/সনি